Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১)          ও.এম. এস কার্যক্রম পরিচালনাঃ  প্রয়োজন অনুযায়ী খাদ্য বিভাগ (জেলা ও উপজেলা ও.এম.এস কমিটির সহায়তায়)  খাদ্যশস্যের বাজার দর নিয়ন্ত্রন এবং দরিদ্র জন গোষ্ঠীর খাদ্য চাহিদা মিটানোর লক্ষ্যে ভর্তুকি মূল্যে ডিলারের মাধ্যমে খাদ্যশস্য বিতরণের ব্যবস্থা করা হয়। ২)          খাদ্যবান্ধব কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণঃ- উপজেলার হতদরিদ্র জন গোষ্ঠী, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলা এবং মহিলা প্রধান পরিবারের খাদ্য চাহিদা মিটানোর লক্ষ্যে ডিলারের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে মাসিক ৩০ কেজি হারে বছরে ০৫ মাস (মার্চ হতে 

             এপ্রিল এবং সেপ্টেম্বর হতে নভেম্বর) নির্ধারিত পরিমাণ খাদ্যশস্য বিতরণের ব্যবস্থা করা হয়। 

৩)         ভিজিএফ খাতে খাদ্যশস্য বিতরণঃ  ০২ ঈদের পূর্বে ও বিশেষ বিশেষ পর্ব (উৎসবের সময়) উপলক্ষ্যে অতি দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মিটানোর লক্ষ্যে এ কার্যক্রমের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সরবরাহ করে সেবা প্রদান করা হয়।

৪)          ভিডব্লিউবি খাতে খাদ্যশস্য বিতরণ-: হতদরিদ্র, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের খাদ্য চাহিদা মিটাতে এ কর্মসূচীর মাধ্যমে মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করে পরোক্ষভাবে সেবা প্রদান করা হয়।

৫)          জি,আর (ত্রানকার্য) খাতে খাদ্যশস্য বিতরণঃ   প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অতি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধর্মীয়  প্রতিষ্ঠান ও অনুষ্ঠান  এর মধ্যে এ-কর্মসূচীর মাধ্যমে বিনামূল্যে খাদ্য সরবরাহ করে সেবা প্রদান করা হয়।

৬)         টি,আর ও কাবিখা খাতে খাদ্যশস্য বিতরণ-: মাননীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌর মেয়র কর্তৃক গৃহীত উন্নয়ন মূলক প্রকল্পে (ত্রাণ বিভাগের) খাদ্যশস্য সরবরাহ করে পরোক্ষভাবে দেশের উন্নয়নে সহায়তা করা হয়।

৭)          ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম পরিচালনা-: সরকার কর্তৃক প্রণীত নীতিমালার বিনির্দেশ, ঘোষিত লক্ষ্যমাত্রা ও নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ও গম এবং চালকল মালিকদের নিকট থেকে  চাল সংগ্রহ  করে আপদকালীন মজুত গড়ে তোলা হয়।